
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরাহটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৪তম ব্যাচের কর্মকর্তা কাফী বিন কবির। সোমবার (২০ জুন) গোসাইরহাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির অফিশিয়াল ভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
গোসাইরহাট যোগদানের পূর্বে কাফী বিন কবির শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও জানা যায়, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলমগীর হুসাইন বদলি হওয়ার পরে ৫৩ দিন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।
গোসাইরহাট নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির গোসাইরহাটে দায়িত্ব পালন কালে উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।