
মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় একদিনে পাগলা কুকুরের কামড়ে পথচারী শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝাউদি ইউনিয়ন ও আলিনগর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল ও কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
আহতরা হলেন, আলামীন তালুকদারের আরিফ, রিফাত, নিপা, হাকিম, আজাহার, আলমগীর, হাসি বেগম, রোজিনা বেগম, শিশু সিহাব, শিশু মুলসালীন, রেবেকা আক্তার, ফেদাউস মোবারকসহ বেশ কয়েকজন।
মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে হোগলপাতিয়া এলাকা দিয়ে শিশুরা স্কুলে যাওয়ার সময় পাগলা কুকুর এক বৃদ্ধকে কামড় দেয়, তাকে বাঁচাতে যায় এক শিশু। পরে ওই শিশুকে কামড় দিলে তাকে বাঁচাতে যায় এক নারী। এভাবে ৩০ জন বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত হয়েছেন। অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার সকাল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রাম ও আলিনগর ইউনিয়ন পার্শ্ববর্তী কালীগঞ্জ গ্রামে একের পর এক মানুষকে পাগলা কুকুর কামড় দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. সিহাব খান বলেন, রোববার সকালে কুকুরের কামড়ের শিকার ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, কুকুরে কামড়ে বেশ কয়েকজন লোককে আহত করেছে ঘটনাটি আমরা শুনেছি।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |