ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রামগড় থানার ফেসবুক পেজ হ্যাক, অশ্লীল ভিডিও প্রচার

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর হ্যাকার কয়েকটি অশ্লীল ভিডিও প্রচার করে

 

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ফেসবুক পেইজটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

 

কারণ অনুসন্ধানে জানা যায়, ‘Ramgarh Thana-রামগড় থানা’ পেজটি হ্যাক করেছে সাইবার অপরাধীরা। শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩ ) বিকেল সাড়ে তিনটায় হ্যাকাররা পরপর পাঁচটি অশ্লিল ভিডিও পোষ্ট করে। পরে শনিবার বেলা ১১ টার পর আরো কয়েকটি অশ্লীল ভিডিও পোষ্ট করে। ১৮ নভেম্বর  শনিবার (এ রিপোর্ট লেখা পর্যন্ত)  পেজটি নিয়ন্ত্রণে নিতে পারেনি পুলিশ। তবে এর আগের যে পোস্ট রয়েছে তা গত বছরের ২০ সেপ্টেম্বরের। সেই পোস্টটি ছিল খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির একটি মানবিক কর্মযজ্ঞের পোস্ট।

 

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  দেব প্রিয় দাশ বলেন, ‘আমি কয়েকদিন হলো এ থানার দায়িত্ব নিয়েছি। এক বছরের বেশি সময় ধরে অকার্যকর ছিল পেজটি ৷ আজ বিকেল থেকেই পেজটিতে অশ্লীল ভিডিও প্রচার হচ্ছে। এ বিষয়ে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে এবং ক্রিমিনালদের চিহ্নিত করে আটক করা হবে বলে জানান।


error: Content is protected !!