ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রবিরোধী মামলায় বরিশালে ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করে। রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাব-৮ এর মিডিয়া সেলে এই সংক্রান্ত তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, বিএনপি ও জামায়াতের ডাকা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন ৬০/৭০ জন লোক নিয়ে বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজের দক্ষিণ দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর সরকার বিরোধী স্লোগান দিয়ে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেন ও গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ ‘স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪’ এর ধারা-১৫ (৩) অনুযায়ী মামলা দায়ের করে। সেই মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও নাশকতা আইনে দায়ের হওয়া মামলায় সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।


error: Content is protected !!