ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অপহৃত রাসেলের সন্ধান ও মুক্তির দাবি পিসিসিপি’র

অপহরণের সাত দিন হয়ে গেলেও রাসেলের খোঁজ পাওয়া যায়নি, অনতিবিলম্বে সন্ত্রাসীদের হাত থেকে রাসেল কে মুক্ত করে পরিবারের নিকট হস্তান্তর করার দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বুধবার (১৫ নভেম্বর) পিসিসিপি সভাপতি ইখতিয়ার ইমন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো বিবৃতে তে তারা এ দাবি করেন। জানা যায় খাগড়াছড়ি সদর উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী রাসেলের নিকট বেশকিছু দিন ধরে উপজাতিয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিলো। রাসেল তা পরিশোধ করতে অসক্ষমতা জানালে গত ০৯/১১/২০২৩ তারিখ পরিকল্পিত ভাবে ফল বাগান দেখানোর কথা বলে দুইজন উপজাতি সন্ত্রাসী তাকে দীঘিনালা উপজেলার সাত মাইল এলাকায় নিয়ে গিয়ে অপহরণ করে। এর পর তার পরিবারের নিকট তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। রাসেল খাগড়াছড়ি সদর উপজেলার, কল্যানপুর ৯ নং খাগড়াছড়ি পৌর ওয়ার্ড এর বাসিন্দা পিতা: বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় ০৭ দিন হলেও প্রশাসন রাসেলকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করতে ব্যর্থ হয় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আগামী ২৪ ঘন্টা মধ্যে রাসেলকে উদ্ধারের আল্টিমেটাম দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।


error: Content is protected !!