ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা, শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রামগড়ে কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের দুই’শ কৃষকের মাঝে ফলজ চারা ও কলম বিতরণ করা হয়।

 

১৪ জুলাই ২০২৩, শুক্রবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে চারা বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদ চৌধুরীর সঞ্চালনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্আলম মজুমদার, রামগড় থানার ওসি (তদন্ত) মোঃ ফখরুল ইসলাম প্রমুখ সহ উপজেলা কৃষি বিভাগের পদস্থ্য কর্মকর্তা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পাহাড়ী জনপদের কৃষকদের পারিবারিক পুষ্টির ও আর্থিক চাহিদা মেটাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জন প্রতি ২৫টি করে দুইশত কৃষককে পাঁচ হাজার ফলজ চারা বিতরণ করা হয়েছে।

 


error: Content is protected !!